গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ গোপালগঞ্জ জেলার সদর উপজেলার প্রাণকেন্দ্র একটি মনোরম, খোলামেলা ও নান্দনিক স্থানে প্রায় দুই একর জায়গার উপর অবস্থিত। চারদিকে উচু প্রাচীর দেওয়া ঘেরা গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এ রয়েছে এক বিশাল প্রশাসনিক ভবন চার তালা বিশিষ্ট ও একটি পাচ তালা বিশিষ্ট একাডেমিক ভবন। এছাড়া শিক্ষার্থীদের প্রশিক্ষনের জন্য রয়েছে চারটি অত্যাধুনিক হেভি ইক্যুইমেন্ট সম্বলিত ওয়ার্কশপ, দুইটি সাইন্স ল্যাব, দুইটি মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাব। শিক্ষার্থীদের খেলাধূলার জন্য রয়েছে এক বিশাল খেলার মাঠ ও শারিরিক শিক্ষা প্রশিক্ষনের জন্য প্রশিক্ষণ গ্রাউন্ড। কো-কারিকুলাম কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে এক বিশাল অডিটেরিয়াম এবং একটি কনফারেন্স/মিটিং রুম। শিক্ষকদের জন্য রয়েছে কমন রুম । টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা একাধিক স্বাস্থ্যসম্মত টয়েলেট, রিফ্রেশ রুম ।
বর্তমানে প্রতিষ্ঠানের সেফটি ট্যাংক, রিজার্ভ ট্যাংক তৈরী শেষ করে বাউন্ডারী, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন গাঁথুনি ও প্লাস্টারের কাজ সম্পূর্ণ করা হয়েছে। প্রতিষ্ঠানের উত্তর পার্শ্ব-এ প্রধান সড়কে একটি গতিরোধ নির্মানের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে পত্র প্রেরণ করা হয়াছে। প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগের জন্য ৪৮ কেভিএ লাইনের কাজ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক সম্পূর্ণ করা হয়েছে। এছাড়াওঃ
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জুবেলের গল্প |
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আহাদের সাফল্যের গল্প |